১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান:: ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমান মাদক উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ১টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ৪৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া আখাউড়া উপজেলার ইতনা হাওড়া নদী এলাকায় গতকার ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ৩টায় কর্নেল বাজার সীমান্ত ফাঁড়ীর নায়েক মামুনুর রশিদ এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালাকালে ১১৬ বোতল হুইস্কি জব্দ করে বিজিবি সদস্যরা।
অপরদিকে একই উপজেলার নোয়ামুড়া সীমান্ত এলাকা থেকে জুনিয়র কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে ৪১৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে গংগাসাগর সীামান্ত ফাঁড়ীর সদস্যারা। এছাড়া পৃথক পৃথক অভিযানে আরও ৭ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল ইস্কাফ জব্দ করা হয়।
আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।