সেতু দেবে যাওয়ায় আখাউড়া-কসবা সড়কের যান চলাচল বন্ধ



আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের ওপর সেতু মধ্যরাতে মাঝ বরাবর দেবে গেছে। এতে করে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালের পর থেকে সেতুটির মাঝখানে আরও দেবে গেছে। দেবে যাওয়া অংশের দুইপাশের রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর দুইপাশের সড়কের সংযোগেও ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে বাঁশ বেঁধে দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে যান চলাচল বন্ধ রেখেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতুটি পরিদর্শন করেছেন।
আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) জানায়, কাকিনা খালের ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার। তবে ঈদুল আজহার ছুটি থাকায় এই মুহূর্তে বলা যাচ্ছে না সেতুর নির্মাণ সাল ও নির্মাণ ব্যয়।
স্থানীয় লোকজন জানায়, রাতের কোনো একসময় ভারি কোনো গাড়ি চলাচলের জন্য সেতুর মাঝ বরাবর পিলার দেবে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই সেতুটি দেবে যাওয়ার ফলে আখাউড়া-কসবাসহ উপজেলার মোগড়া, মনিয়ন্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। এতে করে প্রায় ৫-৮ কিলোমিটার এলাকা ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করতে হচ্ছে তাদের।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, কাকিনা সেতুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সেতুর জন্য কাগজপত্র পাঠাবো। আপাতত কী করবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম রাশেদুল ইসলাম জানান, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সংযোগ কাকিনা খালের ওপর নির্মিত সেতু দেবে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে যান চলাচল বন্ধ করা হয়েছে। মনিয়ন্দ এলাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে গোয়াল গাঙ্গাইল গ্রাম আর কসবা যাতায়াতের জন্য ধরখার সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।