Main Menu

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

+100%-

আখাউড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মো. সাইফ খন্দকার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইফ খন্দকার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামের মো. স্বপন খন্দকারের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানাবাড়ি বেড়াতে আসে সাইফ খন্দকার। সকালে বাড়ির বাইরে খেলতে যায় সে, বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।


Shares