ছয় দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু




ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম জানান, ‘ঈদের ছুটি শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় চারটি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’
ঈদ উপলক্ষে দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতোই স্বাভাবিক ছিল।
« দেশের স্থিতিশীলতা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত »































