Main Menu

আখাউড়ায় প্রবাসী কর্তৃক মসজিদের উন্নয়নে ৭৭ হাজার টাকার নগদ চেক প্রদান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মস‌জি‌দের উন্নয়নমূলক কা‌জের জন্য নগদ ৭৭ হাজার টাকার অনুদান দেওয়া হয় মস‌জিদ ক‌মি‌টির হাতে।

শুক্রবার (৩০ নভেম্বর) জুম্মাহ্ র নামা‌জের প‌র রা‌জেন্দ্রপুর প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ প‌রিষদের উদ্যোগে রা‌জেন্দ্রপুর কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের উন্নয়নমূলক কা‌জের জন্য সংগঠ‌নের প‌ক্ষে সংগঠ‌নের সি‌নিয়র সদস্যদের উপস্থিতিতে এই অর্থ মস‌জিদ ক‌মি‌টির হাতে তু‌লে দেওয়া হয়।

এই সময় উপ‌স্তিত ছি‌লেন- মস‌জিদ ক‌মি‌টির প‌ক্ষে মেম্বার মাসুম মিয়া, ইমাম উ‌দ্দিন মোল্লা, শাহ আলম মোল্লা, মানজু মিয়া, আ. র‌শিদ, হাজী ধন মিয়া, রমজান মিয়াসহ গ্রা‌মের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Shares