আখাউড়ায় ১৫ টিকেটসহ ২ টিকিট কালোবাজারি গ্রেপ্তার



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, ১৫টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে, গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আখাউড়া থানা পুলিশ এ তথ্য জানায়।
এর আগে সোমবার সন্ধ্যায়, পৌরশহরের সড়কবাজার মুক্তমঞ্চের সামনে থেকে, পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- পৌরশহরের মালদারপাড়া এলাকার হিরণ মিয়া ও, বড়বাজার এলাকার মুজিবুর রহমান।
পুলিশ জানায়, বেশ কয়েকজন টিকিট কালোবাজারি, মুক্ত মঞ্চের সামনে ট্রেনের টিকিট কেনা-বেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটসহ, দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে, যাত্রীদের কাছে বিক্রি করতেন। তাদের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
« পুলিশ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক! (পূর্বের সংবাদ)