আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় রেললাইন থেকে ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে, তা কেউ বলতে পারছেন না।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
« নবীনগরে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার (পূর্বের সংবাদ)































