Main Menu

আখাউড়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মোবাইল সেট ও ডিসপ্লে জব্দ

+100%-

আখাউড়ায় ভারতীয় উন্নতমানের বিভিন্ন মডেলের ১৩০টি মোবাইল সেট এবং উন্নতমানের ৩৬০০টি মোবাইল ডিসপ্লেসহ সিলভার কালার একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরখার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাঙ্গা ব্রীজ নামক স্থান হতে গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়ির চালক মো. মোজাম্মেল(২৮)কে আটক করে পুলিশ।

আটককৃত গাড়ির চালক মো. মোজাম্মেল হক ব্রাহ্মবাড়িয়ার সদর উপজেলার ছোট আহড়ন (মোল্লাবাড়ি) গ্রামের মৃত আতাউল্লাহ মোল্লার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, বুধবার দিবাকালীন মোবাইল ডিউটি ও বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা হাইওয়ে অভিমুখ থেকে একটি সিলভার রংয়ের একটি নোহা গাড়ি ধরখার হাইওয়ে রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর অভিমুখে আসতেছে। গাড়িটিতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল রয়েছে।

এমন সংবাদে এস.আই মোহাম্মদ আলী সঙ্গীয় অফিসার এ.এস.আই বেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৫টার দিকে ধরখার বাসস্ট্যান্ড হতে আনুমানিক ১ কি.মি. দক্ষিণ দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ভাঙ্গা ব্রীজ নামক স্থান হতে ভারতীয় অবৈধ বিভিন্ন উন্নত ব্যান্ডের ৩৬০০টি মোবাইল ডিসপ্লে, বিভিন্ন ব্যান্ডের উন্নতমানের ১৩০টি মোবাইল সেটসহ সিলভার কালারের নোহা গাড়িটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮,৭৮,০০০/-(আটচল্লিশ লক্ষ আটাত্তর হাজার) টাকা। পরে গ্রেফতারকৃত চালক মো. মোজাম্মেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।






Shares