আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক খুন




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৬) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পণ্য আনার সময় সড়কে জীবন মিয়ার সঙ্গে অটোরিকশা চালক সাফায়েতের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সাফায়েত ধারালো ছুরি নিয়ে দোকানে এসে জীবনের ওপর হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে সে জীবনের বুকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা ও দোকানের অন্যান্য কর্মচারী ঘাতক সাফায়েতকে আটক করে গণধোলাই দেয়। আহত জীবন মিয়াকে এবং সাফায়েতকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাফায়েত প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
সাফায়েত উপজেলার দেবগ্রাম এলাকার মৃত খায়ের মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত চালককে আটক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।































