Main Menu

জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন :: ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রস্তুতি সভা

+100%-

গতকাল সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক কবিতা ভুইয়া। ১৫ আগষ্ট ভোর ৬.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। কমসূচীর মধ্যে রয়েছে জেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচীতে অংশগ্রহণ এবং ১৫ আগস্ট বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব মোঃ ইমতিয়াজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক জোবায়ের ইসলাম ভুইয়া, সদস্য অ্যাডঃ রাসেল, বিটু বাহাদুর, মোঃ শহিদুল ইসলাম মার্সি, জান্নাতুল ফেরদৌস, সালমা জাহান সুখী, সালমা খন্দকার, জসিম উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।প্রেস রিলিজ


Shares