সকল শ্রেণীর দায়িত্বশীল ব্যাক্তি বর্গকে স^চ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে কাজ করতে হবে-এডঃ তানবীর ভূঞা
বিজয়নগর প্রতিনিধিঃবিজয়নগর উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক এডঃ তানবীর ভূঞা বলেছেন বিজয়নগরে সকল কর্মকর্তা ও কর্মচারী সহ সকল শ্রেণীর দায়িত্বশীল ব্যাক্তি বর্গকে স^চ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে কাজ করতে হবে। তিনি গত কাল বৃহস্পতিবার ২৭/১১/২০১৪ইং বিজয়নগর উপজেলা মাসিক সমন্বয় সভায় একথা বলেন। তিনি আরো বলেন আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পলন করতে হবে। আমরা এ উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে সকলের সহযোগীতা কামনা করছি। উপজেলা চেয়রাম্যান তানবীর ভূঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী অফিসার বশিরুল হক ভূঞা। উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা (টুনি), উপজেলা প্রকৌশলী ,মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা আক্তার,ইছাপুরা চেয়ারম্যান হাজী আক্তার হুসেন, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধূরী, পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম সহ আরো অন্যান্য কর্মকর্তা ও চেয়ারম্যানরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। উক্ত সভায় আগামী এস.এস.সি পরীক্ষায় অতিরিক্ত বাড়তি ফি আদায় করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বুধন্তী সরকারী প্রাঃ বিদ্যাঃ এর প্রধান শিক্ষক কর্তৃক উপবৃত্তির টাকা আত্মসাৎ এর বিষয়ে ও উক্ত সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। আগামী দিনে এধনের কর্মকান্ড যাতে না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কে অনুরোধ জানানো হয়।