Main Menu

বিজয়নগরে দুগোষ্ঠীর সংঘর্ষে আহত ৪০

+100%-

বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দু’গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছে। সংঘর্ষকালে ৪ বাড়িঘর ব্যাপক ভাংচুর লুটপাট চালায় দাঙ্গাবাজরা। জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত আব্দুল গফুর মেম্বারের গোষ্ঠীর হাজী জহিরুল ইসলামের সাথে একই গ্রামের সাবেক মেম্বার ফুল ইসলাম গোষ্ঠীর আব্দুল হামিদের নৌকা বাইচ নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে হাজী জহিরুল ইসলামকে বাজারে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। এ খবরে উভয়পক্ষের কয়েক শতাধিক দাঙ্গাবাজ সকাল ৯টায় রামদা, বললম, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৪০জন আহত হয়। সংঘর্ষকালে আবুল কালামের ২টি, আব্দুর রউফ ২টি ঘর ব্যাপক ভাংচুর লুটপাট চালায় দাঙ্গাবাজরা। আহতদের মধ্যে গোলাম মোস্তফা (৫৫), অলি রহমান (২৪), আনছর আলী (৪০) অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া ফজলু মিয়া (২২), মোক্তার হোসেন (২০), সারোয়ার রহমান (৩৫), নুরুজ্জামান (৪৫), আব্বাস মিয়া (৫০), কামাল (৩৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares