Main Menu

বিজয়নগরে ভিজিএফ’র ৫৪ বস্তা চাল লুট ॥ ৫৩ বস্তা উদ্ধার ॥ গ্রেফতার ২

+100%-

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৫৪ বস্তা ভিজিএফ’র চাল লুট করে নিয়েছে ইউপি সদস্যের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ সময় ইউপি চেয়ারম্যান ও তদারকী কর্মকর্তাকেও লাঞ্চিত করা হয়। গত রবিবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ রাতেই লুন্ঠিত ৫৩ বস্তা চাল উদ্ধার এবং ২ যুবককে গ্রেফতার করে। জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত রবিবার দিনব্যাপী পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারী দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ’র ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতি ও তদারকী কর্মকর্তা উপজেলা যুব উন্নয়র কর্মকর্তা মোঃ দেলোয়ার। সন্ধ্যার সময় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লোকদের মধ্যে চাল বিতরন শুরু হয়। এসময় ২ নং ওয়ার্ডের সদস্য কাজী শরিফুল ইসলাম সোহেল তার ওয়ার্ডের লোকদেরকে কার্ড ছাড়াই চাল দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও তদারকি কর্মকর্তাকে চাপ দেন। ইউপি সদস্য সোহেল বলেন, কার্ডের কোন প্রয়োজন নেই। ইউপি চেয়ারম্যান ও তদারকী কর্মকর্তা কার্ড ছাড়া চাল দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সাথে ইউপি সদস্য সোহেল কথা কাটাকাটি হয়। এক পরই ইউপি সদস্য সোহেলের নেতৃত্বে তার লোকজন ইউপি চেয়ারম্যান ও তদারকী কর্মকর্তাকে মারধোর করে ইউপি কার্যালয় থেকে ৫৪ বস্তা চাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে পুলিশ বাজারের  ৪টি দোকান থেকে লুট হওয়া ৫৩ বস্তা চাল উদ্ধার করে। এসময় ৪টি দোকানকে সিলগালা করে। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার পাইকপাড়া গ্রামের মন্নর আলীর ছেলে শামীম মিয়া (২০) ও লামাখাটিঙ্গা গ্রামের আলী আকবরের ছেলে শামীম হোসেন (২৬)কে গ্রেফতার করা হয়। ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতি বাদী হয়ে রাতেই ইউপি সদস্য কাজী শরিফুল ইসলাম সোহেলকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করে মামলা দায়ের করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, ঘটনার সাথে জড়িত ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া জানান, লুট হওয়া ৫৪ বস্তা চালের মধ্যে ৫৩ বস্তা চাল উদ্ধার ও ২ যুবককে গ্রেফতার করেছি। দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে।






Shares