Main Menu

বিজয়নগরে বিদ্যালয়ের জায়গা ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের দখলে

+100%-

আজহারুল ইসলাম শাহ আলম : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জায়গায় এলাকার কতিপয় গাছ ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের দখলে। সরেজমিনে দেখা যায়, নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মূল ভবনের পূর্ব দিকে খেলার মাঠে এলাকার প্রভাবশালীগণ বিভিন্ন প্রকার মালামাল ইট,বালু, রড ও কংক্রিট দিয়ে দখল করে রেখেছে অন্যদিকে বিদ্যালয়ের উত্তর দিকে বিল্ডিং এর সাথে সংযুক্ত করে এলাকার কিছু গাছ ব্যবসায়ীরা কাটা গাছের টুকরো ভবনের সাথে ঘেষে গাছের টুকরোগুলো দিয়ে সারিবদ্ধকরে এমনকি বিদ্যালয় ভবনের জানালা বন্ধ করে গাছের টুকরো রাখতে দেখা যায়। বিদ্যালয়ের শিার্থীরা জানান, শ্রেণি করে সাথে গাছ ব্যবসায়ীরা গাছরেখে ব্যবসা বানিজ্য চালিয়ে আসছে প্রায়ই শ্রেণিকে কাস করার সময় কাঠুরিরা কাটা গাছকে সাইজ করে,এতে করে প্রচন্ড শব্দ হওয়ায় আমরা কাস করতে নানা রকম ভাবে বিপদগ্রস্থ হই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আব্দুল হান্নান আজমল জানান যেসব গাছ ব্যবসায়ীরা বিদ্যালয় আঙ্গিনায় দখল করে রেখেছে আমি কয়েকবার তাদেরকে বাধা প্রদান করলে আমাদের বাধাকে উপো করে, আদৌপর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের জায়গা প্রভাবশালী গাছ ব্যবসায়ীদের দখলে থাকায় বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বিনষ্ঠের দিকে। ওই সব গাছ ব্যবসায়ীদের হাত থেকে বিদ্যলয়ের জায়গাটুকু মুক্ত করার জন্য উর্ধ্বতন কর্তৃপরে আশুসুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।






Shares