Main Menu

বিজয়নগরে সাড়ে ৪’শ কেজি মাছসহ পাচারকারী আটক

+100%-
শামীম উন বাছির ঃ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাছ পাচারের সময় প্রায় সাড়ে ৪’শ কেজি মাছসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীনগর ক্যাম্পের বিজিবি’র নায়েক সুবেদার শাহজাহান মিয়া নেতৃত্বে বিজিবি’র সদস্যরা দুপুরে চম্পকনগরে মাছ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-২৩৮৮) তল¬াশি চালিয়ে প্রায় সাড়ে ৪’শ কেজি পিরানহা ও পাঙ্গাশ মাছ আটক করেয়। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়। সে সদর উপজেলার চিনাইর গ্রামের জাহাঙ্গীর মিয়ার পুত্র লিটন মিয়াা (৩২)। পাচারকারীরা অভিনব কায়দায় ৩৫০ কেজি নিষিদ্ধ পিরানহা কয়েকটি পাস্টিকের হাফ ড্রামে রেখে উপরে ৯২ কেজি পাঙ্গাশ মাছ বোঝাই করে চোরাই পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে তাকে বিজয়নগর থানা পুলিশের সোর্পদ করে এবং উদ্ধারকৃত মাছগুলো কাষ্টমস অফিসে জমা দেয় বিজিবি’র সদস্যরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া
২৯/০৫/১৩ইং






Shares