প্রতিনিধি : মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে। এসময় প্রতিপক্ষের ৫টি ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল ও কুতুবপুর গ্রামবাসীর মধ্যে। এলাকাবাসী ও পুলিশ জানায় খাদুরাইল গ্রামের একটি বিল থেকে মাটি কাটা নিয়ে বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর গ্রামের কালা মিয়া ও খাদুরাইল গ্রামের ইসহাক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে দুপুর ৩টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পরে ১৫জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের ৫টি ঘর ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে আঞ্জু মিয়া-(৪০), কালন মিয়া-(২৫), আবু চাঁন-(৩৫), খেলু মিয়া-(৬৫), সিরাজ আলী-(৩০), ফিরোজ মিয়া-(৪৫), রফিক আহমেদ-(২২)কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।
|