Main Menu

বিজয়নগরে রিয়াজুল হক রুবেল এর পক্ষ থেকে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

+100%-

মো,জিয়াদুল হক বাবু:: আজ শনিবার বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইসলামপুর সর্দারপাড়া সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা রিয়াজুল হক রুবেল এর পক্ষ থেকে ১নং বুধন্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর নধ্যে ছিল চাল,তেল,লবন,আলু,সেমাই,চিনি,দুধ,পিয়াজ, কিচমিচ ইত্যাদি।এ সময় উপস্থিত ছিলেন সর্দারপাড়া সংসদের সাধারন সম্পাদক জুয়েল ভুইয়া,হাসান ভূইয়া, মেজবাউল হক পলাশ, রৌশন আলী, রফিকুল ইসলাম, মোঃ জাহিদ হাসান সজিব, ফাইজুল ইসলাম ভূঁইয়া, আতিক মাহমুদ রনি ও কাজী রিফাত প্রমুখ।

রিয়াজুল হক রুবেল বলেন, করোনার মহামারীতে কর্মহারা পরিবারের হাতে আমার সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দিয়েছি ও সমাজের বিক্তবানদেরকে এগিয়ে এসে অসহায় পরিবারের পাশে দাড়ানোঁর অনুরোধ করছি।


Shares