Main Menu

বিজয়নগরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরন

+100%-

বিজয়নগর প্রতিনিধি: বিজয়নগর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ দর দুপুরে বিদ্যালয়ের সাবেক ছাত্র অবসর প্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার মো: নুরুজ্জামান এর ব্যাক্তিগত উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উক্ত পুরস্কার বিতরন অনুস্টানে প্রধান শিক্ষক শিরিনা খাতুনের সভাপতিত্তে ও সঞ্জয় মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির ভাসনে সাবেক রেঞ্জ অফিসার বলেন, শিক্ষার্থীদের পড়া লেখায় মনোযোগী করে তুলতে বিভিন্ন ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেছি,এতে করে আগামীতে শিক্ষার্থীরা লেখা পড়ায় মনোযোগী হবে এবং এ ভাবে সমাজের বিক্তশালী লোকজন এগিয়ে এসে শিক্ষার্থীদের পুরস্কার দিলে তারা অনুপ্রেরনা পাবে এবং মাদক সেবন সহ সকল অপকর্ম থেক বিরত থাকবে। এতে বিশেষ অতিথির প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,মমতাজ বেগম,মাধবপুর শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম মুল্লা,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ধন মিয়াঁ, সাংবাদিক রাজিব প্রমুখ।


Shares