Main Menu

বিজয়নগরে মহান বিজয় দিবস উদযাপন

+100%-

মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। একে একে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধোদেরকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কে, এম, ইয়াসির আরাফাত এর সভপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন এর সঞ্চলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,এসিল্যান্ড মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী,জেলা পরিষদ সদস্য সৈয়দা নাখলু আক্তার ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুম,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ভুঁইয়া, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো: রাসেল খান প্রমুখ। অন্যান্য বছর বিজয় দিবসে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতিতে এ বছর সেসব কর্মসূচি বাতিল করে সল্প পরিসরে উদযাপিত হলো মহান বিজয় দিবস।


Shares