Main Menu

বিজয়নগরে নিহতদের মধ্যে চার জনের পরিচয় মিলেছে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিহত ৬ জনের মধ‌্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, নারায়ণগঞ্জের দেউলি বাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে সোহান (২২)(মাইক্রোচালক), একই এলাকার নুরুল হকের ছেলে রিফাত (১৯), আওলাদ মিয়া্র ছেলে ইমন (১৮) এবং নবীগঞ্জের সাগর (২২)।বাকি দুই জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ০৬ জনের মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকার খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে তিনটায় মহাসড়কের রামপুরা কালিসীমা এলাকায় নারায়নগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লিমন পরিবহন ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুণ ধরে যায় ।এতে হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৫ জন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত হন অপর ৫ যাত্রী। পরে হাসপতালে নেয়ার পথে মারা যান আরো একজন। এ দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।


Shares