বিজয়নগর থেকে ৩ চোরাই মোটর সাইকেলসহ ৬ যুবক গ্রেফতার



সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ড প্রবাসী নাজমুল ইসলামের একটি ইয়ামাহা FZS.V3 মডেলের মোটরসাইকেল চুরি হয়।
এঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ: ২৭/০৫/২০২৫) রুজু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে একটি টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযান চালিয়ে ভোর ৫টা ১৫ মিনিটে চান্দুরার শ্যামলীঘাট এলাকার ‘পাসওয়ার্ড’ নামক দোকানের সামনে থেকে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার মো.আরিফুল ইসলামের পুত্র মো. আজিজুল ইসলাম (২৯), সামছুজ্জামানের পুত্র আবুল কালাম (৩২), মৃত পরেশ দাসের পুত্র প্রনয়ন দাস (২৬), বদিউজ্জামানের পুত্র সাইফুজ্জামান (৩২), মৃত আবুল বাহারের পুত্র মো. রেজাউল করিম (২৯) এবং প্রাণ কমল চৌধুরীর পুত্র লোটন চৌধুরী (৩৩)।
মেট্রোপলিটন পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ইয়ামাহা FZS.V3 মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় এনে বিক্রি করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।