Main Menu

বিজয়নগরে হাঁস নিয়ে মারামারি, আহত ১০

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁস নিয়ে দন্ধে দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খাদুরাইল গ্রামের ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজনের সঙ্গে আক্তার চেয়ারম্যানের বাড়ির লোকজনের এই সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশে সরকারি খাস পুকুরে কাশেমের হাঁস যাওয়ায় বিল্লাল ও গিয়াস উদ্দিনের লোকজনের বাদানুবাদ হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে । এ সময় বেশ কয়েকটি বাড়ির ঘর, গেট ভাঙচুর ও কুপিয়ে নষ্ট করা হয়। সংঘর্ষের পর পুকুরের পানিতে খাটের ম্যাট্রেস, ছানি, বালিশ, ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্র ভাসতে দেখা যায়।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






Shares