Main Menu

বিজয়নগরে পাঁচারের সময় টিসিবির চাল উদ্ধার, মাদ্রাসায় বিতরণ

+100%-

বিজয়নগরে পাচারের সময় টিসিবির চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার রামপুর সড়ক থেকে অটোরিক্সা দিয়ে পাচারের সময় দুটি অটোরিক্সায় ১৪বস্তা টিসিবির চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।জানাযায়, চর ইসলামপুর থেকে চান্দুরা নিয়ে যাওয়ার সময় রামপুর নামক স্থানে দুটি অটোরিক্সা আটকিয়ে টিসিবির চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরইসলামপুর থেকে দুটি অটোরিসা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় জনতা ১৪ বস্তা (প্রায় ১৪ মণ) টিসিবির চাল আটক করে বিজয়নগর প্রশাসনের কাছে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মো: সাইফুল ইসলাম বলেন,চর ইসলামপুর টু রামপুর সড়কের রামপুর নামক স্থানে লোকজন দুটি অটোরিক্সায় ১৪ বস্তায় প্রায় ১৪মন চাউল আটক করে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা চালের মালিক পাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি। । পরে আব্দুল্লাহ পুর দারুল উলুম মাদ্রাসা ও দাউদপুর হাফিজিয়া মাদ্রাসায় চালগুলো বিতরণ করে দেওয়া হয়।






Shares