বিজয়নগরে তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার




ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাস ফেরত ২২ বছর বয়সী কোহিনুর বেগম নামে এক তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি লিচু বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত কোহিনুর বেগম একই এলাকার শামসুল আলমের কন্যা। জানা যায়, তিনি প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কোহিনুর কুমিল্লায় ফিংঙ্গার প্রিন্ট দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
রবিবার দুপুরে স্থানীয়রা লিচু বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ এবং ধর্ষণের কোন আলামত আছে কিনা তা জানা যাবে।































