Main Menu

নিখোঁজ সংবাদ : তরুন উন নবী

+100%-

বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম তৈয়ব উন নবী এর তৃতীয় সন্তান ও তুহিন মিয়ার বড় ভাই তরুন উন নবী (৬০) বৃহষ্পতিবার দুপুর থেকে নিখোঁজ রয়েছে।মানসিকভাবে তিনি বুদ্ধি প্রতিবন্ধী ও বিপর্যস্ত ।হারানোর সময় উনার পরনে ছিল নীল রঙের গেঞ্জি, চেক লুঙ্গী ও পন্সের সেন্ডেল। সাথে মোবাইল ও টাকা পয়সা কিছু নেই।পরিবারের লোকজন তার কোন খোঁজ খবর করতে না পেরে শুক্রবার দুপুরে বিজয়নগর থানায় তার স্ত্রী জুমেলা আক্তার সাধারণ ডায়েরি জিডি করেছেন। তাকে পাওয়া গেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।যোগাযোগ – ০১৬১৫২৯০০৬৬,০১৭৮১৯৯৭০০২,০১৬১৪০৪৬৩২৯।






Shares