আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের প্রতীকী অনশন
প্রতিনিধি : ২২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির শ্রমিক-কর্মচারীরা ৮ ঘণ্টার প্রতীকী গণঅনশন পালন করেন।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে সোমবার সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের নিচতলায় ওই প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন : শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি দৌলত উজ্জামান ভূঁইয়া, মো. ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক মহররম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বিভাস বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক ইসরাইল মিয়া, মজিবুর রহমান প্রমুখ।
শ্রমিক-কর্মচারিরা জানান, দাবি আদায়ে কেন্দ্রীয়ভাবে আগামী ২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
« ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএল ভবনে আগুন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) রাজাকার কমান্ডার মোবারকের মৃত্যুদণ্ড »