Main Menu

কমিটি দন্ধ :: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট, যাত্রীদের দূর্ভোগ

+100%-


আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে উপজেলা যুবলীগের একাংশের নেতাকর্মীরা। বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক মনির সিকদার ও নবগঠিত কমিটির যুগ্ম-আহবায়ক ইলিয়াস আলীর নেতৃত্বে যুবলীগ কর্মীরা নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি আশুগঞ্জ গোলচত্তর হয়ে রেলগেট এলাকায় পৌছে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এতে মহাসড়কের দু’পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা চরম দূভোর্গের শিকায় হন। আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উপজেলার রেলগেট এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

যুবলীগের নেতাকর্মী সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর জিয়াউদ্দিন খন্দকারকে আহবায়ক, মোঃ শাহীন আলম বকসী ও মোঃ ইলিয়াছ আলীকে যুগ্ম আহবায়ক করে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুন আর রশিদ ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন। আজ সকালে এই কমিটি বাতিলের দাবীতে উপজেলা যুবলীগের বাদপড়া নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।






Shares