Main Menu

আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু

+100%-


প্রতিনিধি : টানা ১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ অক্টোবরের পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
জানা যায়, অ্যামোনিয়া প্ল্যান্টের ত্রুটির কারণে বয়লার ট্রিপ করায় গত ৫ অক্টোবর শনিবার রাতে কারখানার বিদ্যুৎসহ সবগুলি প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত শেষে মঙ্গলবার সন্ধ্যা থেকে কারখানা পুণরায় চালু করতে সক্ষম হয়। চলতি অর্থবছরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর থেকে কারখানা চালু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাসে পাঁচবার কারখানার উৎপাদন বন্ধ হয়। এসময় ৬০ কোটি টাকারও বেশী  মূল্যের  ৪৫ হাজার মেট্রিক ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। কারখানার কারিগরি বিভাগ জানায়, চলতি মাসের ৫ তারিখ অ্যামোনিয়া প্ল্যান্টের ত্রুটির কারনে স্ট্রীম উপাদনকারী বয়লার ট্রিপ করায় কারখানার অ্যামোনিয়া, ইউটিলিটি, ইউরিয়া ও নিজস্ব ২৭মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত শেষে দীর্ঘ ১৬দিন পর পুণরায় কারখানা চালু করতে সক্ষম হয়।
কারখানার মহা ব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মো. জিন্নাত আলী জানান, ‘মেরামত শেষে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।’






Shares