আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু
আশুগঞ্জ প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে ১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক প্রকৌশলী জিন্নাত আলী জানান, চলতি মাসের ৫ তারিখ অ্যামোনিয়া প্ল্যান্টের ত্রুটির কারণে স্ট্রিম উৎপাদনকারী বয়লার (ভ্যাব-কক ও এসএনসি) ট্রিপ করায় কারখানার অ্যামোনিয়া, ইউটিলিটি, ইউরিয়া এবং নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত শেষে দীর্ঘ ১৬ দিন পর মঙ্গলবার পুনরায় কারখানা চালু করতে সক্ষম হন। |