Main Menu

১২দফা দাবি না মানায় আশুগঞ্জের ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়েছে শিক্ষকরা

+100%-

প্রতিনিধি : প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেনীর মর্যাদা প্রদান ও সহকারী শিকদের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৪ জন শিক-শিক্ষিকা গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এতে করে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৯ হাজার শিার্থীর পাঠদান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে এর আগে গত ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করে। আশুগঞ্জ প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ফাতেমা নাছরিন বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের শিকদের কাস করার জন্য বলা হলেও তারা কথা না শুনে কাস না করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এবং অনেক শিক্ষক ঢাকায় আন্দোলনে যোগ দিতে চলে গেছে। শিক্ষকরা জানান, আমাদের ১২দফা দাবী সরকার মেনে না নেয়ায় আজ ১ অক্টোবর থেকে সর্বস্তরের প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এ কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে।
এদিকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া শিার্থীরা ক্লাস করতে এসে বাড়ি ফিরে যাচ্ছেন। তারা জানান, আগামী ৩ নভেম্বর আমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষা। বর্তমানে কাশ না হওয়ায় আগামী পরীক্ষার জন্য ব্যাহত হচ্ছে আমাদের প্রস্তুতির। এতে আমাদের ফলাফল ভালো হবে না।






Shares