Main Menu

এমোনিয়া প্লান্টের এসএনসি বয়লারে ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-

প্রতিনিধি ॥ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এ্যামোনিয়া প্লান্টের এনএনসি বয়লারে লিকেজের কারণে রবিবার বেলা ১১টার দিকে  সার কারখানার ইউরিয়া সার  উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানাটি চালু করতে ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এদিকে ক্রাখানা এক সপ্তাহ বন্ধ থাকলে প্রায় দৈনিক ১৬শ মেট্রিক টন  উৎপাদন মতা হিসাবে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। ফলে চলতি মৌসুমে সারের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন ডিলারগন।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, এ্যামোনিয়া প্লান্টের এসএনসি বয়লারে লিকেজের কারণে আজ রবিবার বেলা ১১টায় সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।  উৎপাদন বন্ধের পর ইতি মধ্যে স্থানীয় প্রকৌশলীলা মেরামত কাজ চালিয়ে দিয়েছে। তবে ক্রটি সারিয়ে কারখানা পুণরায় চালু করতে প্রায় এক সপ্তাহ  সময় লাগতে পারে। চলতি অর্থ বছরে কারখানার উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ ল ২৫হাজার মেট্রিক টন। বর্তমানে আশুগঞ্জ সার কারখানায় প্রায় ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার মজুদ রয়েছে। তবে ঘনঘন কারখানা বন্ধ হওয়াতে আসন্ন ইরি-বুরো মৌসুমের পিকসিজনে সারের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন জেলা সার সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। তবে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী জিন্নাত আলী জানান, “বর্তমানে কারখানা গুদামে ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। আশা করছি সারের কোন সংকট হবে না।”






Shares