Main Menu

যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-
শামীম উন বাছির ঃ যান্ত্রিক ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কার্বন-ড্রাই-অক্সাইড প্লান্টের  কম্প্রেসারের লিকেজের কারনে  রবিবার সকালে কারখানার উৎপাদন বন্ধ হয়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করছেন তবে কারখানা ফের উৎপাদনে যেতে ২/৩দিন সময় লাগবে বলে জানা গেছে।
কারখানার কারিগরি বিভাগ জানায়, কার্বন-ড্রাই-অক্সাইড প্লান্টের কম্প্রেসারের লিকেজের কারনে রবিবার  সকাল ১০টায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের প্রসেসরের  ত্রুটির কারনে কারখানার উৎপাদন বন্ধ হলে  মেরামত শেষে ২০ ফেব্রুয়ারি চালু করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী জিন্নাত আলী বলেন, কার্বন-ড্রাই-অক্সাইড প্লান্টের  কম্প্রেসারের লিকেজের কারনে সকাল ১০টায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানা পুনরায় চালু হতে ২/৩ দিন সময় লাগবে।






Shares