প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ১২দিন পর ব্যবসায়ী জাবেদ মিয়াকে (২৫) উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করে। মুক্তিপণের টাকা নিতে এসে অবশেষে ফেঁসে গেলো মো. সাইফুল ইসলাম (২০) ও মোছা. লিপা আক্তার (২৫) নামের দুই অপহরণকারী। বুধবার দিবাগত গভীররাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নাটকীয় এই ঘটনা ঘটে। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি সকালে জেলার আশুগঞ্জ উপজেলার মৈশাইর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুই দিন পর ২৪ ফেব্রুয়ারি মোবাইলে জাবেদ মিয়ার স্ত্রীর কাছে একটি ফোন আসে। ফোনে অপর প্রান্ত থেকে জানানো হয়-‘আপনার স্বামীকে জীবিত পেতে হলে আড়াই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। বিষয়টি পুলিশকে জানালে আপনার স্বামীকে টুকরা টুকরা করে ফেলে দেয়া হবে। টাকা যোগাড় করে রাখবেন। কিভাবে,কখন, কোথায় টাকা দিতে হবে তা পরে জানানো হবে।’ এর দুইদিন পর ২৬ ফেব্রুয়ারি বিষয়টি র্যাব-৯ ভৈরব ক্যাম্পে লিখিতভাবে জানিয়ে আবেদন করে ব্যবসায়ী জাবেদ মিয়ার পরিবার। এরই প্রেক্ষিতে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের সাথে যোগাযোগ স্থাপন করে র্যাব সদস্যরা। অবশেষে গত বুধবার গভীররাত প্রায় একটায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের বিশ্রামাগারের সামনে মুক্তিপণের টাকা দেয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা র্যাব-৯ এর এএসপি মো. গোলাম রুহুল কুদ্দুসের নেতৃত্বে র্যাব সদস্যরা ব্যবসায়ী জাবেদ মিয়াকে উদ্ধারসহ অপহরণকারীদেরকে পাকড়াও করে। অপহরণকারী চক্রের ওই দুই সদস্য হলেন জেলার আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা গ্রামের আবদুল আজিজের ছেলে মো. সাইফুল ইসলা ও মুনির হোসেনের স্ত্রী মোছা. লিপা আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণকারী চক্রের সদস্য বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
|