প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। এদিকে বারংবার উৎপাদন বন্ধের কারণে চলতি অর্থ বছরে ইউরিয়া সার উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকা মূল্যের এক হাজার ৫০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, অ্যামোনিয়া প্ল্যান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসর লিকেজ হয়ে শনিবার সকাল ৮টায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে পড়ে। চলতি অর্থ বছরের গত সাড়ে ৭ মাসে ১৯ বার উৎপাদন বন্ধ হয়েছে। কারখানা এভাবে বারংবার বন্ধের কারণে চলতি অর্থ বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে। বিসিআইসি থেকে চলতি অর্থ বছরে তিন লাখ ৩০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কারখানায় গত সাড়ে ৭ মাসে উৎপাদন হয়েছে এক লাখ ৬৬ হাজার মেট্রিকটন। অবশিষ্ট সাড়ে ৪ মাসে এক লাখ ৬৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. জিন্নাত আলী ব্রাহ্মণনবাড়িয়া টোয়েন্টিফোরকে জানান,‘অ্যামোনিয়া প্ল্যান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসরে ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়েছে।স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত কাজ শুরু করেছেন।পূনরায় চালু করতে ৫/৬দিন সময় লাগতে পারে। বর্তমানে কারখানায় প্রায় ৫৩ হাজার মেট্রিকটন সার মজুদ আছে সুতরাং কারখানা চালু থাকলে সার সঙ্কট হবে না।’ |