Main Menu

গ্যাস সংকটের কারণে আশুগঞ্জ সার কারখানা ১মাসেরও বেশি সময় ধরে উৎপাদন বন্ধ ॥ একশ কোটি টাকার উৎপাদন ক্ষত

+100%-
আশুগঞ্জ প্রতিনিধি ॥ গ্যাস সংকটের কারণে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার গত ১মাসেরও বেশি সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে প্রায় একশ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। গত ৩৪দিন যাবৎ উৎপাদন বন্ধ থাকায় বিসিআইসি থেকে দেয়া চলতি অর্থ বছরে লক্ষ্যমাএা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে,গ্যাস সরবরাহের দাবীতে গতকাল বৃহস্পতিবার রাতে সার কারখানার এপ্লয়িজ ক্লাব মিলনায়তনে আশুগঞ্জের জনপ্রতিনিধি, সামাজিক,রাজনৈতিক ও কারখানার শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না করা হলে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করে ট্রেনও যান চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে।
আশুগঞ্জ সার কারখানার সিবিএ সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইদুল্লাহ মিয়া, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়া, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ বুলবুল, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক আবু নাছের আহাম্মেদ, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল আল মনমুর, সিবিএ সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আশুগঞ্জ নাগরিক কমিটির সাধারন সম্পাদক মোবরক আলী চৌধুরী,চর-চারতলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান।  আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক(প্রসাশন) আনোয়ার হোসেন জানান, গত ১০ মার্চ থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় গ্যাস সংকটের কারণে কারখানা উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। বিসিআইসি কতৃর্পক্ষ কারখানার চলতি অর্থবছরে সাড়ে ৩লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন লক্ষমাএা নির্ধারন করেছে। চলতি অর্থ বছরের ৮ মাসে আড়াই লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। বর্তমানে কারখানায় ২৫ হাজার মেট্রিকটন সার মজুদ রয়েছে। সিবিএ সাধারন সম্পাদক ইকবাল হোসেন জানান, গ্যাস সংযোগ না দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ থাকায় সার কারখানায় কর্মরত শ্রমিকরা আর্থিকভাবে মারাত্বক ক্ষতির সম্মুখিন হচ্ছে। অবিলম্বে কারখানার গ্যাস সংযোগ না দেয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।






Shares