Main Menu

দেশীয় খেলাকে জনপ্রিয় করতে আশুগঞ্জে দাড়িয়াবান্ধা খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥গ্রাম বাংলার দেশীয় খেলাকে আবারো জনপ্রিয় করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কালের জনপ্রিয় দাড়িয়াবান্ধা খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়তল্লা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি দাড়িয়াবান্দা প্রতিযোগিতায় ৫-৩ গোল্লায়ে লাল দলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সবুজ দল। খেলায় সবুজ দলের রুবেল মিয়া ৪ গোল্লা দেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহাজাহন আলম সাজু।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বড়তল্লা দাড়িয়াবান্দা খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলায় আয়োজক আলাউদ্দিন, আমান উল্লাহ আমান, আলমগীর, সেলিম আনসারি, হারুন মেম্বারসহ স্থানীয় বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি উপভোগ করেন গ্রামের হাজারো নারী-পুরুষ।






Shares