Main Menu

তীরে এসে তরী ডুবলো আবু শামার

+100%-

মাত্র ১৬ ভোটে হেরে গেলেন ৪নং তালশহর(পশ্চিম) ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান আবু শামা। তার অংশগ্রহণের কারনে এই ইউপির ভোটের ফলাফলের দিকে বিশেষ নজর ছিল সকল মহলের। নির্বাচনে আবু শামা আনারস প্রতীকে পেয়েছেন ৬০৯৩ ভোট আর বিজয়ী মোঃ সোলাইমান মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৬১০৯ ভোট।

তালশহর পশ্চিম ইউপির ফলাফল বিশ্লেষণে দেখা যায়,

তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০০৬ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৫৩৪ ভোট, আনারস ৬৯৬ ভোট।
প্রাইম প্রি-ক্যাডেট স্কুল তালশহর কেন্দ্রের ১৪৮২ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৪৮৬ , আনারস ৪৯১ ভোট।
তালশহর বুধাই সাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৫৬৮ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৪৪২, আনারস ৬৩০ ভোট।
তালশহর পূর্ব পাড়া রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের ১৫৬৩ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ১৫৮, আনারস ৯০২ ভোট।
তালশহর পূব সরকারি প্রাথমিক বিদ্যালয়,কেন্দ্রের ১৮৯৩ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৬৫৫, আনারস ৬০০ ভোট।
আন্দিদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের, ২৫৯৬ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ১২৮১, আনারস ৫৫৯ ভোট।
আল ইকরা ইসলামি কিন্ডার গার্টেন মৈইশার কেন্দ্রের ২৮৫৪ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ১২৮৫ , আনারস ৭৭৭ ভোট।
মৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ২৩০৪ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৮২১ , আনারস ৮৬১ ভোট।
কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ ১৩৮৮ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৪৪৭ , আনারস ৫৭৭ ভোট।

৯টি কেন্দ্রের ৬টি আবু শামা পাস করলেও আন্দিদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আল ইকরা ইসলামি কিন্ডার গার্টেন মৈইশার কেন্দ্রের ভোটের ব্যবধানে নৌকার কাছে ১৬ ভোটে হেরে যান।






Shares