Main Menu

ঢাকাস্থ আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঁচিশে রমযান ২৭ শে এপ্রিল রাজধানীর জনসন রোডে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক মোঃ কামরুজ্জামান ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে পুরাতন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল সদস্যরা অংশ গ্রহন করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বংশাল আয়েশা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আল আমিন।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে অভিষেক, আলোচনা সভায় শুরুতে সংগঠনটির যুগ্ন-আহবায়ক হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন। মোঃ দিদার আলম ও তারিকুল ইসলাম সেলিম এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুছা মিয়া, হাজী মোঃ আলাউদ্দিন, হাবিবুর রহমান মোল্লা, হাজী মোঃ আরিজ মিয়া, হাজী মোঃ মোহন মিয়া, আবু সাঈদ মিয়া, মোঃ শামিম মিয়া, আব্দুস ছাত্তার, হাজী মামুনুর রহমান, বৃহত্তর চক বাজার ব্যাগ প্রস্তুতকারক সমিতির সভাপতি সাদ্দাম হোসেন রবিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল মাহমুদ, বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এ্যাকসোসোরিস সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক- মোস্তাক আহমেদ, মীর হাজারীবাগ ব্যাগ প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান শিপন, বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক সমিতির সভাপতি- দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক – জামিন উদ্দিন ভূঁইয়া, মোঃ সোহেল তামজিদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান, মোঃ শাহ আলম, বাহাউদ্দিন বাহার, মোঃ সোহেল রানা, মাহফুজ ভূঁইয়া, মোহাম্মদ আরমান, সফিকুল ইসলাম, লিটন মিয়া, সাব্বির হোসেন, মোঃ মোবারক হোসেন উজ্জ্বল ভূঁইয়া, মোঃ মোস্তফা মিয়া, নান্নু মিয়া মোঃ মিলন মিয়া, প্রমুখ।

উল্লেখ্য যে, ২০২০ সালের সূচনালগ্নে সংগঠনটি আত্ম-প্রকাশ করে। ভবিষ্যতে ব্যাগ শিল্পকে আরো সমৃদ্ধ ও ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকাস্থ আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতি যাত্রা শুরু করে। ঐবছর বিশ্বব্যাপী করোনার অতি মহামারীর কারণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।






Shares