Main Menu

চালু হওয়ার ১০ঘন্টার মধ্যে ফের আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

+100%-

চালু হওয়ার ১০ঘন্টার মধ্যে ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। এর আগে প্রায় দুই মাস বন্ধের পর বুধবার সকাল ৭টার দিকে উৎপাদনে আসে কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ্ আল বাকি জানান, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপান বন্ধ হয়ে পড়ে। তবে বর্তমানে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু রয়েছে। গ্যাস সরবরাহ বাড়ার সাথে সাথেই আবারও উৎপাদন শুরু হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন পর বুধবার সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।






Shares