Main Menu

একমাস ২০দিন বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

+100%-

যান্ত্রিক ত্রুটির কারনে একমাস ২০দিন বন্ধ থাকার পর বুধবার সকাল ৮টা থেকে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় সার উৎপাদন শুরু হয়েছে। এদিকে একমাস ২০দিন বন্ধ থাকার কারনে প্রতিদিন প্রায় দুই কোটি টাকা মুল্যের ১হাজার ২শত টন উৎপাদন হিসাবে একশত কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে।

আশুগঞ্জ সারকারখানা কারিগরী বিভাগ সুত্র জানায়, গত বছরের ১৭ ডিসেম্ভর আশুগঞ্জ সারকারখানার ইউরিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে ক্রুটির কারণে সারকারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারাতে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করতে হয়। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে সিনগ্যাস কমপ্রেসার মেরামত করে আজ সকাল ৮টায় কারখানা চালু করা হলে সার উৎপাদন শুরু হয়। এব্যাপারে আশুগঞ্জ সারকার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ শাহ কামরান বলেন,কারখানার গোডাউনে আমদানি করা ১৬ হাজার টন ও নিজস্ব ৭ হাজার টন মিলে সর্বমোট প্রায় ২৩ হাজার টন সার মজুদ আছে।ফলে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলেও সার সংকটের কোন সম্ভাবনা নেই।






Shares