Main Menu

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর উপ-সহকারী প্রকৌশলীদের নবীন বরন অনুষ্ঠিত॥

+100%-

নিজস্ব প্রতিনিধি॥ দেশের অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। তাদের হাত ধরেই দেশ এখন মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ শাখার আয়োজনে উপ-সহকারী প্রকৌশলীদের নবীন বরন অনুষ্ঠানে আগত অতিথিরা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান।
বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জির্নীয়াস, বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি ও সার্ক ডিপ্লোমা ইঞ্জির্নীয়াস ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএসসিএল এর সকল নির্বাহী পরিচালক বৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি একেএম আব্দুল মোতালেব, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও অর্থ সম্পাদক নির্জন চন্দ্র মন্ডল। এছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আবু হানিফা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য প্রকৌশলীবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রে সদ্য যোগদানকারী ২৯জন ডিপ্লোমা প্রকৌশলীদের বরন করে নেয়া হয়।






Shares