Main Menu

আশুগঞ্জে বিনামূল্যে বই বিতরণ উৎসব

+100%-

আশুগঞ্জ সংবাদদাতা॥  “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনই সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাধ্যমিক ও ইফতেদায়ী পর্যায়ে অন্তত ২১হাজার ৬শত ৪৪ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৯২ হাজার ৩শত টি বই বিনামূল্যে বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে আশুগঞ্জের স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।
অনুষ্ঠানে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন শিকদার, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর প্রমুখ।






Shares