আশুগঞ্জে বাংলা নববর্ষ-১৪২৫ উয্পান
বিপুল উৎসাহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলা নববর্ষ-১৪২৫ উয্পান করা হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আক্তার, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, আ. লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. কামরুজ্জামান আনসারি, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, আ.লীগ নেতা মোবারক আলী চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা’র সাবেক কমান্ডার মো. ইকবাল হোসাইন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদালয়ে মাঠে এক দেশীয় খাবারের আয়োজন করা হয়।