Main Menu

আশুগঞ্জে পেট্রোবাংলা কর্মচারীকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

+100%-

তুচ্ছ বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পেট্রোবাংলার এক কর্মচারীকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ মে আশুগঞ্জ সারকারখানা রোডে অবস্থিত জিটিসিএলের (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) আবাসিক কলোনির ভেতর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কম্পিউটার অপারেটর আব্দুল হাকিম জিটিসিএলের কলোনির ভেতর বাসার উচ্ছিষ্ট ময়লা যেখানে সেখানে ফেলতেন। ময়লা ফেলতে বাধা দিলে হাকিমের সাথে একই কোম্পানীতে সিনিয়র টেকনেশিয়ান পদে কর্মরত মিজানুর রহমানের বাদানুবাদ হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ৩রা মে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে আব্দুল হাকিম ও তার ছেলে শহিদুল ইসলাম জিটিসিএলের অফিস কন্ট্রোল রুমের সামনে মিজানুর রহমানের উপর হামলা চালায় । এ সময় মিজানুর রহমানকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করা হয়। পরে মিজানুর রহমানকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷

অভিযুক্ত বাবা ছেলে

এদিকে সেই রাতেই মিজানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম বাবাকে মারধরের ঘটনায় আশুগঞ্জ থানায় অভিযোগ করেন৷ তার অভিযোগের ভিত্তিতে পরদিনই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আশুগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জাবেদ মাহমুদ বলেন- অভিযুক্ত আসামীদের গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে৷






Shares