Main Menu

আশুগঞ্জের দূর্গাপুর-তাজপুর সড়কের পূণঃনির্মাণ প্রকল্পে কর্মসংস্থানের টাকা আত্মস্বাতের অভিযোগ

+100%-

সংবাদদাতা॥ আশুগঞ্জের দূর্গাপুর-তাজপুর সড়কের ইয়াছিনের বাড়ির পুকুর পাড় হইতে তাজপুর পর্যন্ত সড়কের পূণঃনির্মাণ কাজ প্রকল্পে ৪০ জন অতিদরিদ্র উপকারভোগী কর্মসংস্থানের কথা থাকলেও প্রকল্পে অল্পসংখ্যক লোকদের কর্মসংস্থান দিয়ে ইউপি সদস্য বাহাউদ্দিন প্রকল্পের বাকি টাকা আত্মাস্বাত করেছে এমনই অভিযোগ করেছে স্থানীয় লোকজন।

জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় ৩ লক্ষ ২০ হাজার ব্যায়ে দূর্গাপুর-তাজপুর সড়কের ইয়াছিনের বাড়ির পুকুর পাড় হইতে তাজপুর পর্যন্ত সড়কের পূণঃনির্মাণ কাজ করার কথা রয়েছে। সেই প্রকল্পে এলাকার ৪০জন জন অতিদরিদ্র উপকারভোগী কর্মসংস্থানের কথা থাকলেও সেখানে ইউপি সদস্য বাহাউদ্দিন অল্পসংখ্যক লোক দিয়ে কোন রকম প্রকল্পের কাজ চালিয়ে প্রকল্পের টাকা আত্মস্বাত করছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, ইউপি সদস্য বাহা উদ্দিন ৪০জন শ্রমিকের স্থলে কম টাকা দিয়ে ১১/১২জন শ্রমিক প্রতিদিন কাজ করাচ্ছে। এ জন্য কাজ ঠিকমতো হচ্ছে না।

এদিকে প্রকল্পে স্থানীয় অতিদরিদ্র উপকারভোগী কমসংস্থান না পেয়ে কষ্টে দিনাতিপাত করছে এবং তারা ক্ষোপ প্রকাশ করছেন।

তবে ইউপি সদস্য বাহাউদ্দিন এ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, শ্রমিকের মুল্য বৃদ্ধির কারণে তাদের অতিরিক্ত টাকা দিয়ে তাদের কাজ করাতে হচ্ছে। তাই লোক কম লাগিয়ে বেশি মুজরি দিয়ে শ্রমিকদের কাজ করাতে হচ্ছে।






Shares