Main Menu

আশুগঞ্জের তারুয়ার শালুকপাড়ায় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥  আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া শেরশাহর বাড়ীর সামনে খালের উপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। র্দীঘদিন যাবত খালটির উপর বাশে সাকো দিয়ে লোকজন পাড়াপার হতো। একটি সেতুর অভাবে স্থানীয় দুই শতাধিক পরিবার ও বয়বৃদ্ধ, স্কুলগামী শিক্ষার্থীদের খালটি দিয়ে চলাচলে চরম দূর্ভোগ শিকার হতে হয়েছিল। সেই সাথে এই এলাকার জমির উৎপাদিত ফসল বাড়িতে নিয়ে যেতেও অনেক দূর্ভোগের শিকার হতে হতো। সেতুটির নির্মান কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধন করায় দ্রুত বাস্তবায়ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দূভোর্গ লাগব হবে।
দূর্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্ধীনে ১৬লক্ষ৭৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে সেতুটি।

শনিবার দুপুরে নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, এবং পি আই ও মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ। নির্মান কাজের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ঠিকাদারী প্রতিষ্ঠানকে গুনগত মান ঠিক রেখে সেতুর কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেন এবং সেই সাথে কাজে মান নিম্নমানের হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন। উদ্বোধন শেষে পরে উপজেলা নির্বার্হী কর্মকর্তা আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচীর কাজ পরিদর্শন করেন।






Shares