Main Menu

অতরিক্তি ভাড়া আদায়ের কারণে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের ইকোনো ও উত্তরা পরিবহনকে জরিমানা

+100%-

অতরিক্তি ভাড়া আদায়ের কারণে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে যাতায়াতকারী ইকোনো পরিবহনকে দশহাজার টাকা এং উত্তরা পরিবহনকে পাচহাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।এছাড়া মাস্ক না পরায় যাত্রী এবং জনসাধারণকে সচেতন করা হয়। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা নির্বার্হী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজিমুল হায়দার আশুগঞ্জ বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।এবিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজিমুল হায়দার বলেন, ৯৯৯ এ ফোন করে দুটি বাসের যাত্রী কর্তৃক অভিযোগ পেয়ে আশুগঞ্জ গোলচত্তরে বিকাল সাড়ে পাচটায় বাস দুটি বাসকে থামিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি গন পরিবহননের বাসকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে যে বেশী ভাড়া আদায় করবে এবং এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।






Shares