Main Menu

সাধক পীর শাহ আবদুল কাদির (রহ) নবম মৃত্যুবাষির্কী

+100%-

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাধক পীর শাহ আবদুল কাদির (রহ) নবম মৃত্যু বাষির্কী আজ মঙ্গলবার। এই উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত উপজেলার খোলাপাড়া গ্রামে খানকায়ে আজিজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে কোরখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া তবারক বিতরন করা হবে। বর্তমানে খানকায়ে আজিজিয়া দরবার শরীফের গদীনেশিন পীর শাহ মুহাম্মদ এমরান সাধক পীর শাহ আবদুল কাদির (রহ) এর সকল ভক্ত ও আশেকানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।


Shares