Main Menu

মনির হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবি জানিয়েছে আশুগঞ্জ যুবদলের সভাপতি হাজী মোঃ ফাইজুর রহমান॥

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি হাজী মোঃ ফাইজুর রহমান। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, বর্তমান সরকার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দদের গ্রেফতার ও নির্যাতন করে জুলুম চালাচ্ছে। তিনি জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান। গত শনিবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মনির হোসেনসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ।


Shares