Main Menu

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আশুগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

+100%-

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শরিয়তনগর থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মনির শিকদার, আমিনুর রহমান চৌধুরী, আবু রিজভী, তোফায়েল আহমেদ রুবেল, চরচারতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, বন্দর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বকুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান সরকার, যুবলীগ নেতা মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, সহ-সভাপতি সজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক হাজী মোঃ শাহ আলম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু মোসা, সাধারণ সম্পাদক রুহুল আরিম মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা মঈম শিকদার, এখলাদ শিকদার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিফাত শিকদার, যুগ্ম আহ্বায়ক সালেকীন মীম, রফিকুল ইসলাম রাব্বি মুন্সী, হান্নান শিকদারসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।


Shares